জিপি নিউজঃ তুরস্কের পেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানকে সব ধরনের সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত আছে। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বসনিয়া-হার্জেগোভিনায় সরকারি সফর শেষে বিমানবন্দরে এরদোগান সাংবাদিকদের বলেন, তুরস্ক আফগানিস্তানের পুনরুদ্ধারের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
তিনি আরো বলেন, তুরস্কের একটি নির্দিষ্ট অভিজ্ঞতা এবং অবকাঠামো রয়েছে। এইগুলো ব্যবহার করে আমরা তাদের সাহায্য করতে চাই। আমাদের এ সাহায্য পাওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি। আর এজন্যই তুর্কি গোয়েন্দারা সম্প্রতি তালেবানের সাথে কথা বলেছেন।
আফগানিস্তানে নারীদের অধিকারের বিষয়ে এরদোগান বলেন, আমি মনে করি নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গি এমনটা হবে না ২০ বছর আগে যা ছিল। তারাও এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করবে। সূত্র: ইয়েনি সাফাক