জিপি নিউজঃ মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস যেন কিছুতেই থামছে না। প্রতি মিনিটে মিনিটে মানুষে প্রাণ কেড়ে নিচ্ছে। বিশ্বব্যাপি লাশের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আজ সোমবার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু ইতালিতেই মারা গেছেন ১৫ হাজারেরও অধিক মানুষ।
ওয়ার্ল্ডোমিটার বলছে, করোনায় এখন পর্যন্ত বিশ্বে ১২ লাখ ৮৪ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭০ হাজার ৩২০ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭১ হাজার ৭৩৪ জন।
এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ৯ লাখ ৪২ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে ৮ লাখ ৯৬ হাজার ৬৯৫ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৫ হাজার ৯৯৪ জনের অবস্থা গুরুতর।