জিপি নিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (ইন্না ইলাহি…রাজিউন)। গতকাল শনিবার ভোরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সিরাজুল ইসলামের জামাতা সুনেল হক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্বাষকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনীতিতে আসেন। মহান মুক্তিযুদ্ধেও ছিলো তার অসামান্য অবদান।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ জন এবং মারা গেছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৪ হাজার ৭১৬ জন। সারা বিশ্বে ১২ লাখ এক হাজার ৯৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।