জিপি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ২৯ মার্চ হবে কি হবে না তা নিয়ে ভোটার-প্রার্থী ও নির্বাচন কমিশন দ্বিধাদন্দে রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বলছেন চসিক নির্বাচন নির্ধারিত সময়েই হবে। আবার করোনা পরিস্থিতির অবনতি হলে নির্বাচন পেছানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন আঞ্চলিক নির্বাচন কমিশন। এ অবস্থায় প্রচার প্রচারণায় কিছুটা ভাটা পড়লেও প্রচারণার কৌশল পাল্টিয়েছেন মেয়র ও অনেক কাউন্সিলর প্রার্থী। প্রচারণায় তারা সরাসরি ভোট না চেয়ে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টির প্রচারণা চালাচ্ছেন।
এ অবস্থায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে মাস্ক পরিয়ে দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বেশ আলোচিত ও প্রশংসিতও হয়।
বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন করোনাভাইরাসের ভয়াবহতা, প্রতিকার এবং এ নিয়ে জনগণকে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণায় নামেন। সকালে নান্দনিক নামে একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন প্রধান দুইদলের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ও ডাক্তার শাহাদাত হোসেন। এসময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কূশল বিনিময় ছাড়াও নির্বাচন বিষয়ে আলোচনা হয়। এক পর্যায়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী রেজাউল করিমের মুখে একটি মাস্ক পরিয়ে দেন। এসময় দুদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমর্থক ছাড়াও পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নান্দনিকের পক্ষ থেকে আয়োজিত ‘আমাদের নগর আমাদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন রেজাউল করিম চৌধুরী। তিনি বক্তব্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে প্রবেশ করেন। তখন দুজন মুখোমুখি হলে তাদের মধ্যে কুশল বিনিময় এবং নির্বাচন বিষয়ে কথা হয়। দুজনই আন্তরিকতা এবং হাসিমুখে আলাপচারিতা করেন। এমসময় ডা. শাহাদাত হোসেন রেজাউল করিমকে একটি মাস্ক পরিয়ে দেন।