জিপি নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করোনা ভাইরাস (কোভিট- ১৯) এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, আজ রাজধানীর শান্তিনগর এলাকায় ফুটপাতের পথচারী, গাড়িচালক, যাত্রী, বাজারের ক্রেতা বিক্রেতা, মৎস্য ব্যবসায়ী ও জনসাধারনের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন ।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ।
তিনি বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী এখন মহামারি আকার ধারন করেছে । বাংলাদেশের মত একটি ঘনবসতিপুর্ণ দেশে এই মহামারি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জনসচেনতা বৃদ্ধি করা। প্রাথমিকভাবে আমরা যদি জনসচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে এই ছোঁয়াচে রোগের মহামারী ঠেকানো সম্ভব হবে এজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, করোনাভাইরাস পৃথিবীব্যাপী মহামারী আকার ধারন করেছে তারপরেও এই ভাইরাস প্রতিরোধে আমরা সরকারের সেরকম উদ্যোগ দেখছি না। করোনা নিয়ে সরকারের গৃহীত ব্যবস্থা একেবারেই অপ্রতুল এবং এটা তারা মুখে-সার্ভিস দিচ্ছে, এটা কোনো ব্যবস্থা নয় ।
তিনি বলেন, ‘‘আমাদের প্রবাসীরা যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে আলাদাভাবে রাখার যে ব্যবস্থা সেটা ভয়ংকর বিপর্যয়মূলক অবস্থা। হাজীক্যাম্পের মধ্যে স্যানিটেশন নাই, ভালো কোনো ব্যবস্থা নাই। সব কিছু মিলে আমরা যেটা দেখতে পাই যে, এই সরকারের যে গণবিরোধী নীতি বা চরিত্র সেটারই প্রতিফলন মাত্র ।
লিফলেট বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক আধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, মোঃ জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, হাবিবুল হক হাবিব, জাহাঙ্গীর আলম সনি, কাজী মামুনুল হুদা, মোঃ শাহ্ আলম, তরিকুল ইসলাম মধু, কবির উদ্দিন, এ কে এম ওয়াজেদ, জহুরুল ইসলাম বাশার, কাজী কামাল উদ্দিন বাঁধন, এম এ হান্নান, দলের অন্যতম সদস্য মোঃ রজব আলী, শরিফুর রহমান রিপন, কে এম সোহেল রানা, বাকীবিল্লাহ, শাহ্মান শাহ্দাৎ, বশির মিয়া, শফিউদ্দিন, সেলিম বেপারি, শফিকুর রহমান, সাজু, সাইদুল ইসলাম, ওয়াসিম প্রমুখ নেতৃবৃন্দ।