জিপি নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল কুদ্দুস ।
গত ৪ জানুয়ারি ২০২০ ইং বিকেল ৩ ঘটিকায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে সংগঠনটির এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে দুপুর ৩.৪৫ মি. হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ জিয়া পরিষদ এর চেয়ারম্যান জনাব কবির মুরাদ ইন্তেকাল করায় পদটি শুন্য হয় ।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জিয়া পরিষদ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর এম সলিমুল্লাহ খান, প্রফেসর শফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ওবায়দুল ইসলাম, প্রফেসর লুৎফর রহমান, ডাঃ আলাউদ্দিন হোসেন পাভেল, ডাঃ মজিবুর রহমান হাওলাদার সংগঠনের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ।