জিপি নিউজঃ সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। কর্মসুচির অংশ হিসেবে আজ রবিবার সকাল থেকেই তারা এই রাস্তা অবরোধ করে রাখে।
তাদের অবরোধের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়ছেন জনসাধারণ। সকাল থেকে কর্মস্থলে যাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার পরও কোনো পরিবহন পাচ্ছে না তারা।
সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সে কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।