জিপি নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জেনেভায় তাঁর পাঁচদিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাতের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ১৫মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে) জেনেভার কোয়েন্ট্রিন বিমানবন্দর ত্যাগ করে এবং এখানে আজ সকাল ৮টা ২৫মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির আগমনের পর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে অভ্যর্থনা জানান- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, কূটনৈতিক কোরের ডিন, সুইস রাষ্ট্রদূত রেইন হলেনস্টাইন, তিনবাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক বাহিনীর কর্মকর্তাগণ।
এর আগে রাষ্ট্রপতি গত ২১ অক্টোবর জেনেভায় বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলন এবং ২০তম হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি ফোরাম-২০১৮ এর বার্ষিক অধিবেশনে যোগদান করেন।
সুত্র- বাসস