প্রতিনিধি নিয়োগ চলছে! প্রতিনিধি নিয়োগ চলছে!! বিস্তারিত জানতে : ০১৬৭৬৩৬৯৪১৫
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | রাজনীতি | লাইফ স্টাইল | শিক্ষাঙ্গন | অর্থ বানিজ্য | আইন আদালত | আবহাওয়ার নিউজ | ইতিহাস ঐতিহ্য | এক্সক্লুসিভ নিউজ | কৃষি সংবাদ | চাকরির খবর | সারাদেশ | সাহিত্য সংস্কৃতি | স্মৃতিতে অম্লান | জীবন ও দর্শন | বিজ্ঞান প্রযুক্তি

টেলিফোন করলে ব্যাক করব: মির্জা আলমগীর

আপডেট : July, 28, 2018, 10:18 pm

টেলিফোন করলে ব্যাক করব: মির্জা আলমগীর

জিপি নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা-সমালোচনা। নিজ নিজ দাবির পক্ষে অনড় দেশের রাজনৈতিক দলগুলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে বড় দুই দলের কথার লড়াই ততই বেড়ে চলছে।

নির্বাচন নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো দাবি করে আসছে ভোটের আগে সংসদ ভেঙে দেওয়ার। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনে সেনা মোতায়েন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছে। এসব দাবি নিয়ে বিএনপি বারবার সরকারকে আলোচনার প্রস্তাব দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তা নাকচ করে দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। কাউকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব নয়।

কিন্তু হঠাৎ করেই নিজেদের আগের অবস্থান থেকে সরে এসেছে আওয়ামী লীগ। শুক্রবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো সংলাপের আর সম্ভাবনা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে আলোচনায় কোনো অসুবিধা নেই। টেলিফোনে কথা বলা যেতে পারে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোটের আর তিন মাস বাকি আছে। এই তিন মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কিন্তু তাই বলে সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? আমরা কি কথাবার্তা বলব না? টেলিফোনে কথা বলতে অসুবিধা কী? আমি বলেছি, বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব কখনো আমাকে কোনো বিষয়ে ফোন করেননি। আমি বলিনি যে, আমি সংলাপের জন্য তাদের আহ্বান জানাচ্ছি।

সরকারি দলের শীর্ষ এ নেতার কথাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বারবারই আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। এখনো বলছি আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করি। সেটি যেকোনোভাবেই হতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘সমস্যা নেই, টেলিফোনে আলোচনা হতে পারে। আমরা প্রস্তুত আছি। তারা টেলিফোন করলে আমরা ব্যাক করব। আলোচনা করব চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য।’

‘আলোচনা যে কোনোভাবেই হতে পারে। টেলিফোনে হোক বা কোথাও এক সঙ্গে বসে হোক, আমরা রাজি আছি আলোচনার জন্য। দেখা যাক, তারা যদি টেলিফোন করে আমরা তাদের ব্যাক করব। অপেক্ষায় থাকলাম, আমাদের ফোনও খোলা আছে।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা একটি নির্বাচনমুখী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী। কারণ, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান বের করা সম্ভব। ক্ষমতাসীন দল যদি আলোচনা করতে চায় আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের দল সবসময় আলোচনার প্রস্তাব দিয়ে আসছে। এখনো চাই আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা হোক। জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আমরা একবারও বলিনি বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে।

Facebook Comments
Share Button

সম্পাদক- ডাঃ মো: মেহেদী হাসান সূইট, যুগ্ম-সম্পাদক- মোঃ আলিউল হক পলাশ, নির্বাহী সম্পাদক : গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান প্রতিবেদক- মোঃ জাবের ইবনে হায়াত খান
জিপি নিউজ২৪ ডট কম, ৮৭, পল্টন টাউয়ার, লেবেল-৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
মোবাইল : ০১৭১৯-৪৭৭১১৩, নিউজ : ০১৭১১-০৫৬৫৭২, ০১৬৭৬৩৬৯৪১৫
Email : gias.gpnews24@gmail.com

Desing & Developed BY ThemesBazar.Com

শিরোনাম :
★★ প্রধান উপদেষ্টাকে ইউএই প্রেসিডেন্টের অভিনন্দন ও বিনিয়োগের আশ্বাস ★★ প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ★★ এস আলমের সম্পদ কেউ কিনবেন না: গভর্নর ★★ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে এর অর্থ দেয়া হলো ত্রাণ তহবিলে ★★ জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ★★ ড. ইউনূসকে অভিনন্দন ও তুরস্ক সফরের আমন্ত্রন জানালেন এরদোয়ান ★★ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার ★★ নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় : হাইকোর্ট ★★ আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ★★ গোপালগঞ্জের মামলায় খালাস পেলেন তারেক রহমান