কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লা হেল বাকি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২১তম কমনওয়েলথ গেমসে এই কৃতিত্ব অর্জন করেছেন বাকি।
ঢাকার গাজীপুরে বাকির জন্ম, ওখানেই বেড়ে ওঠা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন তিনি। ২০০০ সালে বিকেএসপিতে প্রথম শুটিং নিয়ে কাজ শুরু করেন। ২০১২ সালে ঢাকা রাইফেলস ক্লাবে চলে আসেন। বাকির শুটিংয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার পেছনে ঢাকা রাইফেলসের অবদান সব চেয়ে বেশি।