জিপি নিউজঃ চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে ১৮টি শিক্ষক কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত হলো শিক্ষক কর্মচারী চাকুরী জাতীয়করণ বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ৬৪টি জেলার শিক্ষক প্রতিনিধিদের মতামতে গঠিত হলো এই কমিটি। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এই কমিটির আহ্বায়ক। ১৮টি সংগঠনের সভাপতি পদাধিকার বলে যুগ্ম আহ্বায়ক। সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সদস্য হিসেবে থাকবে।
প্রতিনিধি সমাবেশ শেষে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এই নুতন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, মার্চ মাসের বেতনের সাথে বৈশাখী ভাতা ও ৫% বার্ষিক প্রবৃদ্ধি করা না হলে-
১৪ এপ্রিল রবিবার সকল উপজেলায় বিক্ষোভ, ১৮ এপ্রিল বুধবার সকল জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে । এছাড়া তিনি আগামী ২০ জুলাই পর্যন্ত চাকুরী জাতীয়করণের ঘোষণার জন্য আমরা সরকারকে সময় বেঁধে দেন । এই সময়ের মধ্যে চাকুরী জাতীয়করণ ঘোষণা না হলে ২২ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও ২৯ জুলাই ঢাকায় মহাঅবস্থান এর ঘোষণা দেন তিনি ।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যক্ষ শামসুল হক, কামরুজ্জামান মিজান, এম.এ ছফা চৌধুরী, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, অধ্যাপক ওসমান গনি, আজিজুল হক রাজা, অধ্যাপক মুঞ্জুরুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, মোল্লা নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন প্রমুখ।
৩০ জুনের মধ্যে সকল জেলা উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রতিনিধি সমাবেশে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এই দাবি আমাদের সন্তানদের। এই দাবি আমাদের অভিভাবকদের। এই দাবি আমাদের পরিবারের সদস্যদের। এই দাবি পূরণ না করে আমরা ঘরে ফিরবো না। সংগঠনভুক্ত ১৮টি সংগঠনগুলো হলো: ১। বাংলাদেশ শিক্ষক সমিতি ২। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ৩। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ৪। বাংলাদেশ অধ্যক্ষ সমিতি ৫। বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি ৬। শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ৭। বাংলাদেশ সহকারি অধ্যাপক সমিতি ৮। বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি ৯। বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি ১০। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি ১১। বাংলাদেশ কারিগরি মাধ্যমিক শিক্ষক সমিতি ১২। বাংলাদেশ মুক্তিযোদ্ধা শিক্ষক সমিতি ১৩। বাংলাদেশ গ্রন্থাগার শিক্ষক সমিতি ১৪। বাংলাদেশ প্রভাষক সমিতি ১৫। বাংলাদেশ সংযুক্ত শিক্ষক ফেডারেশন ১৬। নন এমপিও শিক্ষক সমিতি ১৭। বাংলাদেশ কলেজ কর্মচারী ইউনিয়ন ১৮। বাংলাদেশ মাধ্যমিক কর্মচারী ইউনিয়ন।
Facebook Comments