জিপি নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের নথি নিম্ন আদালত থেকে আজ রোববার দুপুর ১২টায় হাইকোর্টে পৌঁছানো হবে। সংশ্লিষ্ট আদালতের পেশকার মোকাররম হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে বেগম খালেদা জিয়া ওই মামলায় জামিন আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বিচারিক আদালতের নথি লোয়ার কোর্ট রেকর্ড (এলসিআর) তলব করেন। আদেশে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে নথি পাঠাতে বলা হয়।
হাইকোর্টের আদেশ ২৫ ফেব্রুয়ারিই বিচারিক ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে পৌঁছায়। ফলে আজ ১১ মার্চ আজ রোববার হাইকোর্টের নিধারিত ১৫ দিন শেষ হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ওই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেন। ওই রায়ের অনুলিপি গত ১৯ ফেব্রুয়ারি পাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করেন সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবীরা। এর পর ২২ ফেব্রুয়ারি আপিল গৃহীত হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
মামলাটিতে বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।
দণ্ডিত অপর ৪ আসামিরা হলেন- সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। দণ্ডিতদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।