জিপি নিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া। তবে প্রত্যাহার করা দুই পুলিশ সদস্যের নাম জানাননি তিনি।
শনিবার শাবিপ্রবির মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সময়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। হামলাকারী ফয়জুর রহমান মঞ্চে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় সেখানে তাঁর নিরাপত্তায় তিন পুলিশ সদস্যও দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেয়ে, দায়িত্বরত তিনজনের মধ্যে দুই পুলিশ সদস্য মুঠোফোন নিয়ে ব্যস্ত।
হামলার পরই সেখানে উপস্থিত থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।