জিপি নিউজঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে নয়টায় রাজধানীর রাজাবাজারের বাসা থেকে পুলিশ তাকে আটক করে।পরে তাকে শেরেবাংলা নগর থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবক দলের দফতরের দায়িত্বে থাকা মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাব্।
আব্দুল কাদির ভূইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার দলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছে দলটি।