জিপি নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন।
আজ রোববার সন্ধ্যে সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।
চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদের ওই নৈশভোজে অংশগ্রহণে সন্ধা ৭টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১১৪০/জুনা
সুত্র- বাসস