জিপি নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র ফিরে পাওয়া ও আগামী সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত শেখ হাসিনার বিদায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বিএনপির এ নেতা বলেন, সৎ সাহস নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেন, পদত্যাগ করে সুষ্ঠ নির্বাচনে অংশ নেন।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র ফোরাম।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কী হতে পারে তা আমরা অনুমান করতে পারছি। কারণ দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টসহ সকল কোর্ট হাসিনার কোর্ট। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিদায়ে তা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, আমলারা ক্ষমতাসীন সরকারকে ভয়ে জী স্যার জী স্যার বলে থাকেন। যদিও তারা বেশিদিন কারো পক্ষে থাকতে চান না, সব সময় চান পরিবর্তন। কেননা পরিবর্তন হলে তাদের আরও কিছু নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পায়।
‘জেলের তালা আমাদের ভাঙতে হবে না। শেখ হাসিনাকেই জেলের তালা খুলতে হবে, সেখানে তাদেরও থাকতে হবে। তালা না খুললে সেখানে (আওয়ামী লীগ) তাদের জায়গার সংকুলান হবে না।
ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঞা, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ -সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির মেম্বার আবু তালেব, মশিউর রহমান বিপ্লব ও জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ইকবাল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব – সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ।