জিপি নিউজঃ ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আবদুল ওহাবকে আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো নয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার শৈলকূপা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলার রায়ে আবদুল ওহাবের জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।
দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আবদুল ওহাবের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের পর যশোর আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালে এম আবদুল ওহাব দুদকে তাঁর সম্পদের বিবরণী জমা দেন। দুদক পর্যালোচনা করে দেখে, ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকা সম্পদের তথ্য উপস্থাপন করেন।
এদিকে, এ রায়কে অবৈধ দাবি করে ঝিনাইদহের শৈলকূপায় আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলাব্যাপী আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। রায় ঘোষণার পর যশোর প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
রাকিবুল হাসান বলেন, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অযোগ্য করতেই পরিকল্পিতভাবে এ রায় দেওয়া হয়েছে। নিম্ন আদালতে তাঁরা ন্যায়বিচার পাননি।