জিপি নিউজঃ ভারতের মুম্বাইয়ে ৫ তলা ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। ভবনটিতে আটকা পড়েছেন প্রায় ৩০ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পাকমোদিয়া স্ট্রিটের ভেন্ডি বাজার এলাকায় ৫ তলা ভবন ধসের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দলের কর্মীরা।
ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দলও। পুরনো ওই বাড়িটিতে প্রায় ৪০জন বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের দক্ষিণ মুম্বাইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শনিবারও মুম্বাইয়ের চান্দিভালি এলাকায় বাড়ি ধসে নিহত হয়েছিল ছয় জনের।
গত ২৫ জুলাই মুম্বাইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চার তলা বাড়ি। এই ঘটনায় মারা গিয়েছিলেন সাত জন।