জিপি নিউজঃ গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়া নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। নিহত ফয়সাল মিয়ার পিতা মোখলেছুর রহমান জিতু মিয়া গাজীপুর-৫ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাদগাতি এলাকায় বাড়ির পাশের কলাবাগানে কয়েকজন সন্ত্রাসী ফয়সাল মিয়াকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ফয়সাল দৌড়ে ওই এলাকার একটি দোকানের সামনে গিয়ে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পেছনে এবং বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
আরো জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার জানান, ফয়সাল মিয়ার বুকের ডান পাশে হাতের নিচে গুলি লেগেছে।
প্রয়াত মোখলেছুর রহমান জিতু মিয়া ১৯৭৩ সালে কালীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কালীগঞ্জ (বর্তমান গাজীপুর-৫) আসন থেকে ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে ও ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।