জিপি নিউজঃ রংপুর সিটি করপোরেশনের নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে বেশ কয়েকটি ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হতে পারে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সচিব।
মোহাম্মদ আবদুল্লাহ জানান, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর যেকোনো দিন এ নির্বাচন হতে পারে। নির্বাচনে দুই থেকে তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহার করা হতে পারে ।