জিপি নিউজঃ দুবাইয়ে ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ ত্বরিকুল ইসলাম।
ত্বরিকুল রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র। বিশ্বের ১০৪টি রাষ্ট্রের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নেন। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাতে।
হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী জানান, পুরস্কার স্বরূপ হাফেজ তরিকুল প্রায় ৬০ লাখ টাকা পেয়েছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দরে এসময় বিমানবন্দর এলাকায় তাকে একনজর দেখার জন্য জনতার ভিড় উপচে পড়ে। ১৩ বছর বয়সী এ হাফেজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি মালিগাঁওয়ে। তার বাবার নাম আবু বকর সিদ্দিক। তিনি স্থানীয় হাইস্কুলের প্রাক্তন শিক্ষক।