জিপি নিউজঃ বিয়ে করতে যাচ্ছেন যুগের সেরা তারকা লিওনেল মেসি। কনে নতুন কেউ নন। ছোটবেলার বান্ধবী অ্যান্তোনেলা রোকুজোকে আগামী ৩০ জুন বিয়ে করছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর সেই বিবাহ উপলক্ষে মেসির শৈশবের শহর রোজরিওতে এখন সাজ সাজ রব। প্রিয় ‘লিও’র বিয়ের খবরে শুধু নিজের শহর নয়, তার স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, কনে অ্যান্তেনেলাকে সাজাতে আসছেন বিখ্যাত স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারা।
৩০ বছর বয়সী মেসি ও ২৯ বছরের অ্যান্তোনেলা রোকুজোর বিয়ের মূল অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছে ফারিনা-পাবিয়া সেলিব্রেশন অ্যান্ড স্টাইল নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ইতোমধ্যে রোজারিওর সিটি সেন্টার হোটেলের ২৫০টি রুম বুকিং করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় ৬০০ জন অতিথি হাজির থাকতে পারেন বিয়ের অনুষ্ঠানে। তবে রোজারিওর স্থানীয় সংবাদপত্র লা ক্যাপিটালের দাবি, ২৫০ জনের বেশি অতিথি থাকার সম্ভাবনা নেই। তবে অতিথির সংখ্যা যাই হোক না কেন, বার্সেলোনার ২১ জন প্লেয়ারের থাকা নিশ্চিত। সুয়ারেজ, নেইমার, সেস ফাব্রেগাস, জাভি হার্নান্দেজ-সহ পুরো টিমই বিয়ের সাক্ষী থাকবেন।
এছাড়া উপস্থিত থাকবেন বার্সার ফিজিওথেরাপিস্ট ও সাপোর্ট স্টাফরা। শুধু থাকছেন না বার্সেলোনার সদ্য বিদায়ী কোচ লুই এনরিক। তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
মেসির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির থাকতে পারেন কলম্বিয়ার পপস্টার তথা মেসির সতীর্থ জেরার্ড পিকের বান্ধবী শাকিরা। তবে আমন্ত্রিত হলেও বিয়েতে শাকিরা যাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
গত মার্চে এক ব্রিটিশ দৈনিক জানিয়েছিল, মেসির বিয়ের আমন্ত্রণ পেলেও যাবেন না শাকিরা। কারণ শোনা যাচ্ছিল, পিকের সাবেক বান্ধবী নুরিয়া টমাসের সাথে ভাললো সম্পর্ক রয়েছে অ্যান্তোনেলার। যেটা একদমই পছন্দ নয় শাকিরার। তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে শাকিরা বলেছেন, ‘যদি সময় পাই, তাহলে অবশ্যই বিয়েতে যাব। কারণ পিকে ও মেসি ছোটবেলার বন্ধু।’
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্তিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্র লিওনেল মেসি। ২০০৮ থেকে রোকুজোর সাথে মন দেয়া-নেয়া শুরু মেসির। তখন তার বয়স ছিল ২১। দীর্ঘদিন খবরটি গোপন থাকলেও পরে মিডিয়ার কাছে লাজুক মেসি স্বীকার করেন তাদের সম্পর্কের কথা। ২০১২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান থিয়াগো। আর বছর দেড়েক আগে রোকুজোর কোলে আসে মাতেও নামে আরো একটি পুত্র সন্তান।