জিপি নিউজঃ চাঁদাবাজির অভিযোগে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
রবিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন তিনি । বিচারক বাদী নুরুন নাহার নাছিমা বেগমের জবানবন্দি শুনে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় ওসি ছাড়াও উপপরিদর্শক (এসআই) শহীদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দ্বীন ইসলাম ও মো. আবদুর রহিম এবং জাহানারা রশিদ রুপা, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও মো. শুকুর আলীকে আসামি করা হয়েছে। েমামলায় সাক্ষী করা হয়েছে পাঁচজনকে।