জিপি নিউজঃ আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে ছাত্রলীগের বর্ধিতসভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে প্রধান নির্বাচন কমিশনের অধীনে। দুনিয়ার অন্যান্য দেশে যেমন ক্ষমতাসীন সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করে আওয়ামী লীগ সরকারও তেমনি নির্বাচন কমিশনকে সাহায্য করবে। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে। সব দেশে নির্বাচনের ছবি আমাদের অজানা নয়।