জিপি নিউজঃ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২০-দলীয় জোটের এই বর্ষীয়ান নেতা ।
জাগপা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাগপা সভাপতির মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শফিউল আলম প্রধান আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।