জিপি নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশি করে সরকার এটাই বুঝিয়েছে- বাংলাদেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই। বাংলাদেশ সম্পূর্ণ গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘এই সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করছে।’
শনিবার সকালে মির্জা ফখরুল তার ঠাকুরগাঁওয়ের পৈত্তিক বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় অবিলম্বে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।
উল্লেখ- শুক্রবার মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে এক বর্ধিত সভায় যোগ দেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ।